প্রকাশিত: Fri, Mar 22, 2024 9:53 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:56 AM

[১]খালেদা জিয়ার মুক্তি মেয়াদ বৃদ্ধির আবেদন, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন: স্বরাষ্ট্রমন্ত্রী

মাসুদ আলম: [২] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তিনি অনুমোদনের পর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হবে।

[৩] তিনি আরও বলেন, আইনমন্ত্রী ফাইলটি পরীক্ষানিরীক্ষা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছেন। বলেছেন, কোনো আইনগত জটিলতা নেই। এখন প্রধানমন্ত্রী সম্মতি দিলে আমরা একটি জিও (প্রজ্ঞাপন) করে পরবর্তী ব্যবস্থা নেবো। সবকিছুরই প্রসেস চলছে।

[৪] তাহলে কি সাজা ছয় মাসই মওকুফ থাকছে, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে রকমভাবে আমরা দিয়ে আসছি আগে, সেই রকমভাবেই চলবে।

[৫] খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে না সরকারের আপত্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়া মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। তার নামে আরও কিছু মামলা আছে।

[৬] স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,  কোর্টের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু আমরা করিনি। কোর্টের সিদ্ধান্তের পরেই আমাদের প্রধানমন্ত্রী তার ক্ষমতাবলে তাকে বাসায় থেকে সুচিকিৎসা নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সাজাটা স্থগিত করে। এটাই হলো বর্তমান অবস্থা। আমাদের দেশে যারা আদালত থেকে অপরাধের দণ্ডপ্রাপ্ত হন, তারা যে নিয়মে চলে সে অনুযায়ী চলছে, এর ব্যত্যয় ঘটেনি।

[৭] বৃহস্পতিবার সচিবালয়ে মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রগুলোকে সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

[৮] মতিঝিলে গেলে এখন শিশুদেরও মাদকাসক্ত হতে দেখা যাচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা আইন করেছি ধূমপান বন্ধের জন্য, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করেছি কিছুদিন। তবুও আমরা এটি বন্ধ করতে পারিনি। কিন্তু আমরা যখন সামাজিক আন্দোলন করেছি, মিডিয়াতে, স্কুল-কলেজে, হাট-বাজারে, মসজিদ-মাদ্রাসায়। আমরা তখন বোঝাতে সক্ষম হয়েছি যে ধূমপান আসলে বিষপান, যে-ই ধূমপান করছেন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যার ফলে আজকে দেখেন প্রকাশ্যে ধূমপান কিন্তু কমে গিয়েছে।

[৯] তিনি আরও বলেন, আমরা চাই এই সামাজিক আন্দোলনটা গড়ে তুলতে। এই সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে এই জায়গাটিতে আমরা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হব। 

[১০] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সীমান্তে কুকুর রাখছি। বিমানবন্দরে আপনারা দেখেছেন ড্রাগ কিংবা বিস্ফোরক দ্রব্য ধরতে কুকুর অ্যাপ্লাই করছি। আমাদের যা কিছু আছে সবই অ্যাপ্লাই করছি, যাতে করে সাপ্লাই রাস্তা কমে যায়। 

[১১] তিনি আরও বলেন, আমরা যদি চাহিদা কমাতে না পারি তাহলে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারব না। সেজন্য আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারাও প্রচার করুন। মিডিয়ার মাধ্যমে এটার ক্ষতিকর দিকগুলো তুলে ধরুন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব